তথাগত চক্রবর্তী
বীরভূমের নলহাটিতে পাথর বোঝায় এক লরির ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রীর।স্থানীয় প্রাথমিক স্কুলের ক্লাস ফোরের ছাত্রী কহিনুর খাতুন সকালে পড়তে যাওয়ার পথে লরিটির ধাক্কায় পড়ে
যায়। স্থানীয় মানুষ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে।স্থানীয় মানুষ পথ অবরোধ করে।এলাকার মানুষের দাবি রাস্তায় দাঁড়িয়ে রাজস্ব আদায়ের জন্য লরি সারি দিয়ে দাঁড়িয়ে পড়ছে। এরফলে নিত্য ঘটছে প্রানহানি।
posted from Bloggeroid