তথাগত চক্রবর্তী
রামপুরহাট মহকুমায় প্রাথমিকস্তরের ছাত্রছাত্রীদের বাষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নলহাটি 2 নং ব্লকের যুবক সমিতির ফুটবল মাঠে ।সমগ্র খেলার দায়িত্ব নেন নলহাটি পূর্ব চক্রের শিক্ষক শিক্ষিকারা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমাশাসক সুপ্রিয় দাস নলহাটি 1 ও 2 ব্লকের দুই বিডিও ও অনান্য আধিকারিকরা।অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত নৃত্যবাউল ও আদিবাসী নৃত্য অনুষ্ঠিত হয়। খেলার শেষে প্রতিযোগিদের পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠানের নলহাটি পূব চক্রের দুই শিক্ষক আবু জাহের রানা ও মেহেবুব আলম বলেন -
আমারা এই দায়িত্ব পেয়ে খুব খুশি ।
posted from Bloggeroid