মানস দাস, মালদা
আবারও বিতর্কে জড়াল জেলার ঐতিহ্যবাহী মালদা কলেজ । প্রথম বর্ষের ছাত্র ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগ তুলে অধ্যক্ষকে ঘেরাও করল ছাত্র ছাত্রীরা।বিক্ষোভে উত্তাল হয়ে উঠল কলেজ চত্বর ।ছাত্র ছাত্রীদের অভিযোগ অনলাইনে কাউন্সেলিং চললেও ক্রমশ তালিকায় পেছনের সারিতে থাকা আব্দুস রশিদ ও সঞ্চারি উপাধ্যায় নামে দুই ছাত্র ছাত্রীকে এডুকেশন বিভাগে ভর্তি করা হয় বলে অভিযোগ ।তাদের ভর্তি সংক্রান্ত তথ্য ও ক্লাসে উপস্থিতির বিবরণপত্র সাংবাদিকদের হাতে তুলে দেন বিক্ষোভকরি ছাত্র ছাত্রীরা । সংশ্লিষ্ট প্রমানপত্র হাতে নিয়ে অধ্যক্ষের ঘরে অবস্থান বিক্ষোভ চালাতে থাকে তারা । অভিযোগের আঙ্গুল উঠেছে রসায়ন বিভাগের অধ্যাপক তথা আডমিশন কমিটির আহব্বায়ক দিলীপ দেবনাথের বিরুদ্ধে । যে সমস্ত ভর্তি অনৈতিক ভাবে হয়েছে তা অবিলম্বে বাতিল করার দাবি জানায় বিক্ষোভরত ছাত্র ছাত্রীরা । পাশাপাশি পুনরায় অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু করার পক্ষে সওয়াল করে তারা । আন্দোলনকারী ছাত্র সৌভিক গোস্বামী ও সৌমিক কুন্ডু জানায় - আমরা কলেজে এসে জানতে পারি দুজন ছাত্র ছাত্রীকে অনৈতিক ভাবে ভর্তি করেছে কলেজ কর্তৃপক্ষ । তারই প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভ করি । আমরা আডমিশন কমিটির আহব্বায়ক পদ থেকে দিলীপ দেবনাথের পদত্যাক চায় । এই বিষয়ে মালদা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাস চৌধুরী জানান ছাত্র ছাত্রীদের দাবি গুলি খতিয়ে দেখে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে । অধ্যক্ষের প্রতিশ্রুতির পর পরিস্থিতি স্বাভাবিক হয় ।