বৃহস্পতিবার, নভেম্বর ০৯, ২০১৭

ডাকাতির আগেই মালদায় ধৃত ৪ সশস্ত্র ডাকাত

মানস দাস, মালদা

ডাকাতির আগেই পুলিশের অভিযানে গ্রেফতার ৫ জনের ডাকাতদল।গোপনসূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালায় মালদার মিল্কী ফাঁড়ির ইনচার্জ এএসআই আনসারুল হক।এএসআই আনসারুল বাবুর নেতৃত্বে অমৃতির বানিয়াজোলা এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করে।এদিন পুলিশ সূত্রে জানা যায়,ধৃতরা হলেন আলাউদ্দিন শেখ (৩২),রফিক শেখ (২১),গুলাম নবি (৩০)।এই তিন দুষ্কৃতীর বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বাসিন্দা।আজিজুর রহমান (৩০)মোথাবাড়ি থানার বাঙ্গীটোলা এলাকার বাসিন্দা,এবং কুদ্দুস শেখ (৪৫) ইংরেজবাজার থানার কোকলামারি এলাকার  বাসিন্দা।ধৃতদের কাছ থেকে পুলিশ উন্নতমানের দুটি পাইপ গান,দুই রাউন্ড তাজা কার্তুজ,রড,চাকু,হাসুয়া সহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে।পুলিশের অনুমান ধৃতরা আমৃতি বা মালদা শহড় এলাকায় ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়ে ছিলো।তবে তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায়।ধৃতদের ৭ দিনের পুলিশি রিমান্ড চেয়ে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER