বৃহস্পতিবার, নভেম্বর ২৩, ২০১৭

বড়জোড়া কলেজে জেলাপুলিশের সেমিনার

সাধন মন্ডল

বাঁকুড়ার বড়জোড়া কলেজের জাতীয় প্রকল্পের ছাত্র ছাত্রীদের নিয়ে সাইবার ক্রাইম ও সেফ ড্রাইভ - সেভ লাইফ নিয়ে সচেতনতা শিবির করলো বাঁকুড়া জেলা পুলিশ। বুধবার এই বিষয়ে আলোচনা

চক্রে হাজির ছিলেন বাঁকুড়া মহিলা থানার আধিকারীকরা সহ জেলা ট্রাফিক পুলিশের আধিকারীকরাও।এদিন ট্রাফিক সচেতনতার পাশাপাশি মূলত ফেসবুকের মতো জনপ্রিয় সোশ্যাল সাইটের খারাপ দিক গুলি নিয়ে আলোচনা হয়। ফেসবুকে প্রেম ও তারপর চরম সিদ্ধান্ত বিয়ে যে অনেক ক্ষেত্রে কি সমস্যার কারণ হতে পারে তা বিস্তারিত আলোচনা করেন আধিকারিকগন এই সব থেকে ছাত্র ছাত্রীদের দূরে থাকার কথাও বলেন তারা। শুধু প্রশাসনের একার দ্বারা সব কাজ করা সম্ভব নয়। একই সঙ্গে চাই ছাত্র ছাত্রী সহ সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা সহ ইতিবাচক পদক্ষেপ গ্রহণ ও প্রশাসনের সঙ্গে সহযোগীতা করা। সেকারণেই এই ধরণের শিবির গুলির ভীষণ প্রয়োজন রয়েছে। এধরণের অনুষ্ঠান সর্বত্র হওয়ার দরকার বলে বার্তা দেন আধিকারিকগণ।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER