রাজকুমার দাস
ফাইভ এরোজ এন্টারটেইনমেন্টের প্রথম ছবি 'আধুনিক' মুক্তি পেতে চলেছে ২৪ শে নভেম্বর।স্পেশাল চিলড্রেনদের এখনো কি স্বাভাবিক আমাদের জীবনে গ্রহণ ক
রতে পারি?নাকি তাদের পাগল বলে? সমাজে স্পেশাল চাইল্ড দের জীবন যাপন কেমন সেই কাহিনী 'আধুনিক' ছবিতে তুলে ধরেছেন পরিচালক অপূর্ব ব্যানার্জী।নবাগত নায়ক হিসেবে কাজ করছে অভিষেক বাগ।চরিত্রের সাথে নিজেকে অনেকটাই মানানসই।পাশাপাশি রাজেশ শৰ্মা, দীপঙ্কর দে,রিমঝিম গুপ্ত, ভাস্বর চ্যাটার্জী,মিঠু চক্রবর্তী, বরুন চন্দ্র সহ অন্যান্য রা অভিনয় করেছেন।প্রযোজনা - কাবেরী বাগ, সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রনীল, জয়-শাশ্বত, ছবিটি বিষয়বস্তুর জন্য দর্শক দের ভালো লাগবে তা আশাবাদী ছবির সকল কলাকুশলী সহ সবাই।
posted from Bloggeroid