জাহাঙ্গীর বাদশা
পুরী যাওয়ার পথে দুর্ঘটনার মধ্যে পড়েন চন্দননগরের মেয়র।বালেশ্বর জেলার জ্বলেশ্বর রোডের ঘটনা। গুরুতর আহত মেয়র রাম চক্রবর্তী সহ তার পরিবারের লোকজন।রবিবার দুটি গাড়ি করে পুরীতে বেড়াতে যাচ্ছিলেন তিনি ও তার পরিবারের মানুষ জন।হঠাৎই জ্বলেশ্বরের কাছে তাদের একটি গাড়ি খারাপ হয়ে যায়।গাড়ি সারানো সময় পিছন থেকে একটি মাছ এর ট্রাক এসে ধাক্কা মারে।তাতেই ঘটনাস্থলে মারা যায় চালক দেবার্থ মুখাজ্জী (39),বাড়ি চন্দননগর চারমন্দির তলায়। গুরুতর আহত হন রাম চক্রবর্তী ও তার স্ত্রী ভাইয়ের পরিবারে মানুষ।প্রথমে জ্বলেশ্বরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলেও ।পরবর্তীতে তাদের বালেশ্বরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এই ঘটনা গোটা চন্দননগর চন্দননগর শোকাহত ও উদ্বিগ্ন।