রবিবার, নভেম্বর ০৫, ২০১৭

মানিকচকে পাকরাও ভূয়ো ডাক্তার

মানস দাস, মালদা

গ্রামবাসীদের হাতে আটক ভিন জেলা থেকে গ্রামে শিবির করতে আসা ভুয়ো ডাক্তার।প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরই গ্রামবাসীরাই অভিযুক্ত ডাক্তারকে তুলে দিলো পুলিশের হাতে।ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার বরোবাগান এলাকায়।অভিযুক্ত চিকিৎসকের নাম সন্তোষ কুমার।উত্তর দিনাজপুর জেলার করণদীঘি এলাকার বাসিন্দা।দীর্যদিন ধরেই এই চিকিৎসক রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে শিবির করে চিকিৎসার চালাচ্ছিল।রবিবার সকাল থেকেই মানিকচকের বড়োবাগান এলাকায় শিবির শুরু করেছিল এবং চারিপাশের গ্রামে প্রচারও হয়েছিলো।এই শিবিরকে ঘিরে রোগীর ভীড়ও ছিলো চোখে পড়ার মতো।তবে গ্রামবাসীদের চিকিৎসকের ওপর সন্দেহ হয়।চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করতে তিনি অসঙ্গতি কথা বলতে আরম্ভ করে।গ্রামবাসীদের চেপে ধরতেই চিকিৎসক স্বীকার করেন তিনি একজন ভুয়ো ডাক্তার।তারপরই গ্রামবাসীরা খবর দেন পুলিশে।মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত চিকিৎসককে আটক করে।সাথে পুলিশ আরো দুইজনকে আটক করেছে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER