বৃহস্পতিবার, নভেম্বর ১৬, ২০১৭

দশ ভরি সোনা সহ লক্ষাধিক টাকা চুরি মালদায়

মানস দাস, মালদা

বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে বাড়ি ফিরে কার্যত মাথায় হাত ব্যবসায়ী দম্পতির।ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি।ঘটনাটি ঘটেছে মালদা শহরের গয়েসপুর বিদ্যাসাগর পল্লী এলাকায়।শহরের ব্যস্ততম এলাকায় এমন ঘটনা সামনে আসতেই আতঙ্কিত এলাকাবাসী।ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।বিদ্যাসাগর পল্লী এলাকার বাসিন্দা যুগল কিশোর আগরওয়াল।পেশায় ব্যবসায়ী।তার স্ত্রী রেনু আগরওয়াল।কর্মসূত্রে ছেলে মনোজ আগারওয়াল দিল্লিতে থাকেন।তাই শুধু এই দম্পতি বাড়িতে বসবাস করেন।এদিন গৃহকর্তা যুগল কিশোর আগরওয়াল জানান, গত ৭ তারিখ কাজের জন্য বাড়ি বন্ধ করে কলকাতায় যায়।আজ সকালে বাড়ি এসে দেখি বাড়ির দরজা ভেঙে সর্বস্ব চুরি করেছে দুষ্কৃতীরা।প্রায় আড়াই কেজি রুপো, দশ ভরি সোনা সহ প্রায় এক লক্ষ টাকা নগদ নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।ঘটনায় তিনটি  ঘরের তালা ভেঙে লুটপাট চালিয়েছে চোরের দল।
এদিকে ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তে শুরু করেছে।তবে এখনো কোনো সাফল্য পাইনি পুলিশ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER