শুক্রবার, ডিসেম্বর ০১, ২০১৭

ভেল্লুপুরুম এক্সপ্রেসে বাড়তি কোচ পাওয়ায় খুশি পুরুলিয়া

নিজস্ব বার্তা, পুরুলিয়া

পূরণ হল তিন জেলার দাবী। পুরুলিয়া

বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের রেলযাত্রীদের দাবী মেনে পুরুলিয়া ভেল্লুপুরম এক্সপ্রেস ট্রেনে দেওয়া হল অতিরিক্ত একটি বাতানুকুল থ্রি টিয়ার কোচ। প্রতি সোমবার পুরুলিয়া ভেল্লুপুরম এক্সপ্রেস পুরুলিয়া থেকে ভেল্লুপুরমের উদ্দেশ্যে যাত্রা করে। এদিন সকাল ১০ঃ৩৫ মিনিটে পুরুলিয়া থেকে ছেড়ে মঙ্গলবার রাতে ট্রেনটি গন্তব্যে পৌঁছয়। এই  ট্রেনেই ভেলোর পুরুলিয়া ছাড়াও আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং মেদিনীপুরের মানুষ।  ট্রেনটি অল্প সময়ের মধ্যে ভেলোরে পৌঁছনোর জন্য ঝাড়খণ্ড থেকেও বিপুল সংখ্যক মানুষ এসে পুরুলিয়া স্টেশনে এসে এই ট্রেনে চাপেন। ভাল ট্রেন হবার জন্যই যাত্রীরা দীর্ঘদিন ধরে এই ট্রেনে কোচ বাড়ানোর দাবী করে আসছিলেন। সব থেকে বেশি চাহিদা ছিল বাতানুকুল কোচ বাড়ানোর। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম শারদ কুমার শ্রীবাস্তবের প্রচেষ্টায় তা পূরণ হল।   এবার থেকে স্থায়ী ভাবে এই কোচ থাকবে সাপ্তাহিক ট্রেনটিতে। উল্লেখ্য এই ট্রেনটিকে সাপ্তাহিক থেকে সপ্তাহে তিন দিন  করার জন্যও বার বার আবেদন করা হয়েছে।  ডিআরএম  বলেন যাত্রীদের অনান্য দাবীগুলি পুরন করার জন্যও সব রকমের প্রচেষ্টা করছেন তিনি। উল্লেখ্য রেল মন্ত্রী থাকার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ট্রেনটিকে জঙ্গলমহলের মানুষের জন্য দেন। সেসময় তিনি আরও অনেকগুলি ট্রেন দিয়েছিলেন পুরুলিয়ার মানুষের জন্য। তিনি রেল মন্ত্রক ছাড়ার পর থেকে আর কোন নতুন ট্রেন পায়নি পুরুলিয়া।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER