পূর্ব বর্ধমান জেলার কালনায় 'সারাবাংলা আহলে সুন্নাত হানাফী জামাত' এর উদ্যোগে সম্প্রতি সভা আয়োজিত হয়। সম্পাদক পীরজাদা তাফহীমুল ইসলাম আফরাজুল হত্যার নিন্দা করেন। তার ফাঁসির শাস্তির দাবি করেন। উপস্তিত ছিলেন আব্দুল হাই রিজভী, গোলাম রাসূল ও আব্দুল করিম

প্রমুখ।
প্রমুখ।
posted from Bloggeroid