বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪, ২০১৭

মন্তেশ্বরে কৃষিমেলা সূচনায় জেলা সভাধিপতি

অভিষেক চৌধুরী


ব্লক উন্নয়ন দপ্তরের উদ্যোগে মাটি,কৃষি,উদ্যাণপালন,প্রাণীসম্পদ মেলা শুরু হলো মন্তেশ্বরের পুটশুড়ি পঞ্চায়েতের সোনাডাঙ্গা বাজার সংলগ্ন মাঠে।বৃহস্পতিবার এই উদ্বোধনী অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের জেলা সভাধিপতি দেবু টুডু।এইদিনের অনুষ্ঠানে সভাধিপতি ছাড়াও উপস্থিত ছিলেন,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ ইসমাইল,নারায়ণ হাজরা চৌধুরী,বিধায়ক সৈকত পাঁজা,বিডিও বিপ্লব দত্ত,সভাপতি গুফরানা ইয়াসমিন,আজিজুল সেখ প্রমুখ।মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এই দিনের মেলায় কৃষি সংক্রান্ত গ্রামীণ এলাকার বিভিন্ন মডেল দেখতে এলাকার মানুষের ভিড় উপচে পড়ে।এই মেলায় চব্বিশটি ষ্টলে কৃষি,প্রাণীসম্পদ সংক্রান্ত, যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে।এই মেলা ও সরকারের উন্নয়ণ প্রসঙ্গে সভাধিপতি দেবু টুডু বলেন,‘রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেতৃত্বে উন্নয়নের রথ এগিয়ে চলেছে।আর এই রথকে যারা আটকানোর চেষ্টা করবেন তারা রথের চাকায় মারা পড়বেন।তাই যারা এখনো বাইরে আছেন তারা রথের দড়ি ধরুন আর উন্নয়ণে সামিল হোন।কৃষকদের ক্ষতি হওয়ার পরপরই এই সরকার দুবার ক্ষতিপূরণের বন্দোবস্ত করেছেন।এছাড়াও কৃষকদের জন্য একাধিক প্রকল্পেরও বন্দোবস্ত তিনি করেছেন।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER