সুরজ প্রসাদ
বুধবার যুব মোর্চার পক্ষ থেকে এক মহাজাগরণ যাত্রা ও প্রতিবাদসভার আয়োজন করা হয়। বর্ধমান স্টেশন থেকে পদযাত্রাটি কার্জনগেটে হাজির হয়। সেখানে প্রতিবাদসভার আয়োজন করা হয়েছিলো। সেখানে গলসী এলাকার একশো তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেন। এদিনের সভায় ইজাজ হোসেন, রাজ্য সভাপতি দেবজিত সরকার,জেলা বিজেপি সভাপতি সন্দীপ নন্দী, জেলা যুব সভাপতি শ্যামল রায় প্রমুখ বক্তব্য রাখেন। আগামী ২৫ ডিসেম্বর বীরভূমের নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদে রাখীবন্ধন দিবস পালন করবে যুব মোর্চা।
posted from Bloggeroid