সুরজ প্রসাদ
ননদকে খুন করার দায়ে বৌদির যাবজ্জীবন জেল হল। সাজাপ্রাপ্ত বৌদির নাম মাধবী দাস। ২০১৪ সালে ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের মেমারী থানার মণ্ডলগ্রামের পশ্চিম দাস পাড়ায়। সকাল

১১ টার সময় মৃতা ননদ লতিকা দাসের বাড়ির সামনেই বৌদি মাধবী দাস বটি দিয়ে লতিকার দুটি পায়ে কোপায়। প্রচণ্ড রক্তক্ষরণে লতিকার দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতার বড় ছেলে বাপন দাসের অভিযোগের পরিপেক্ষিতে মেমারী থানার পুলিশ মাধবী দাসকে গ্রেপ্তার করে। বুধবার বর্ধমান আদালতের পঞ্চম অতিরিক্ত জেলা জজ মামলার রায়ে খুনে দোষী সাব্যস্ত মাধবী দাসের যাবজ্জীবন কারাবাসের রায় দেন। দোষী মাধবী দাসের বিরুদ্ধে আণ্ডার ৩০২ ও ৩৪ আইপিসি ধারায় মামলা রজু হয় ।অভিযুক্ত পক্ষের আইনজীবী সুব্রত মুখার্জী জানান - এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ ন্যায়ালয়ে যাবেন।
ননদকে খুন করার দায়ে বৌদির যাবজ্জীবন জেল হল। সাজাপ্রাপ্ত বৌদির নাম মাধবী দাস। ২০১৪ সালে ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের মেমারী থানার মণ্ডলগ্রামের পশ্চিম দাস পাড়ায়। সকাল
১১ টার সময় মৃতা ননদ লতিকা দাসের বাড়ির সামনেই বৌদি মাধবী দাস বটি দিয়ে লতিকার দুটি পায়ে কোপায়। প্রচণ্ড রক্তক্ষরণে লতিকার দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতার বড় ছেলে বাপন দাসের অভিযোগের পরিপেক্ষিতে মেমারী থানার পুলিশ মাধবী দাসকে গ্রেপ্তার করে। বুধবার বর্ধমান আদালতের পঞ্চম অতিরিক্ত জেলা জজ মামলার রায়ে খুনে দোষী সাব্যস্ত মাধবী দাসের যাবজ্জীবন কারাবাসের রায় দেন। দোষী মাধবী দাসের বিরুদ্ধে আণ্ডার ৩০২ ও ৩৪ আইপিসি ধারায় মামলা রজু হয় ।অভিযুক্ত পক্ষের আইনজীবী সুব্রত মুখার্জী জানান - এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ ন্যায়ালয়ে যাবেন।
posted from Bloggeroid