জাহাঙ্গীর বাদশা
প্রত্যাশামতোই সবংয়ে জয়ী হলেন মানস ভুঁইঞার স্ত্রী গীতারানি ভুঁইঞা। শুধু জিতলেন না, মানস ভুঁইঞার জয়ের ব্যবধানকে টপকে গেলেন। ৪৯ হাজার ১৬৭-কে টপকে নিয়ে গেলেন ৬৪
হাজারের উপরে। স্বাভাবিকভাবেই সবংয়ের আকাশে উড়ছে সবুজ আবির। তারই মাঝে তৃণমূলের গলার কাঁটার মতো বিঁধছে BJP-র ভোটবৃদ্ধি। বহু ভোটযুদ্ধের সৈনিক মানসেরও নজর এড়ায়নি বিষয়টা। তাই জয়ের আনন্দের মাঝেই বললেন, “আমি অবাক হচ্ছি BJP এতটা ভোট পেল কেন? সেই ভেবে।”
আশঙ্কাটা ছিলই। লড়াই ছিল তৃণমূলের অন্দরে। এই নির্বাচন জিতে তৃণমূলের একাংশ দেখিয়ে দিতে চেয়েছিল মুকুল রায়কে। মুকুলকে গুরুত্বহীন প্রমাণ করতে আদাজল খেয়ে নেমেছিলেন রাজ্য নেতারাও। কিন্তু, EVM বলছে BJP-র ভোট বেড়েছে উল্লেখযোগ্যভাবে। গত বিধানসভা ভোটে সবংয়ে তারা মাত্র ৫ হাজার ৬১০টি ভোট পেয়েছিল। এবারের উপনির্বাচনে BJP-র প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৭ হাজার ৪৭৬। অর্থাৎ ভোট বেড়েছে প্রায় ৭ গুণ। স্বাভাবিকভাবে বঙ্গ রাজনীতিতে ঘোরাফেরা করছে প্রশ্নটা। মুকুল ম্যাজিকেই কি তবে ভোটবৃদ্ধি?বিজেপির এহেন ভোট বৃদ্ধি নিয়ে চিন্তিত শাসক শিবির।
posted from Bloggeroid