রবিবার, ডিসেম্বর ২৪, ২০১৭

রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল্য ঘোষের ১২৭ তম জন্মদিন পালন


জাহাঙ্গীর বাদশা

রবিবার ছিল রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল ঘোষ এর জন্মদিন। তিনি জীবনের বেশকিছুটা সময় কাটিয়েছিলেন হলদিয়ার সুতাহাটা থানার বাড়বাসুদেবপুরে।সেই মহান মানুষের জন্মদিনটি স্মরণীয় করে রাখতে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী পফুল্ল ঘোষ স্মারক কমিটির উদ্যোগে পালিত হল ১২৭ তম জন্মদিবস। তিনি হলদিয়ার সুতাহাটার

বাড়বাসুদেবপুরে থাকাকালিন গড়ে তুলেছিলেন লোকভারতী নামে এক প্রতিষ্ঠান। সেই ভগ্নপ্রায় প্রতিষ্ঠানের সামনে জাতীয় পতাকা উত্তলন, ২০ পাউন্ড কেক কেকে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষে জন্মদিন পালন করল হলদিয়ার মানুষ। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক সুজন বালা ও স্থানিয় দেউলপোতা গ্রামপঞ্চায়েত প্রধান রীনা কুইতির হাত দিয়ে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন সমসাময়িক বেশকিছু প্রবীন মানুষ।এদিন প্রফুল্ল ঘোষের জীবন কাহিনী নিয়ে আলোচনা সভারও আয়োজন করা হয়।এলাকাবাসীদের কাছে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী সম্পকে অনেক অজানা তথ্য তুলে ধরা হয় এদিন।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER