নিজস্ব বার্তা, পুরুলিয়া
জেলা তৃণমূলের প্রথমসারির নেতৃত্বে

এবারও পালিত হল পুরুলিয়া জেলার তৃণমূলের প্রথম শহীদ প্রধান সিং মুড়ার ১৯ তম মৃত্যু বার্ষিকী। এবছর শহীদ সভার মঞ্চ থেকেই উন্নয়নের বার্তা দেন তৃণমূল নেতৃত্ব। শনিবার বাঘমুণ্ডীর বাড়েরিয়ায় এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি শান্তিরাম মাহাত, অনগ্রসর শ্রেণী কল্যাণ তফতরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু, পুরুলিয়ার সাংসদ মৃগাঙ্ক মাহাত, জেলা যুব সভাপতি সুশান্ত মাহাত, তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক নবেন্দু মাহালী সহ অনান্য নেতা নেত্রীরা। এবছর সাত বছরে পড়ল এই স্মরণ সভা। এই সভা থেকেই উন্নয়নের বার্তা দেন তৃণমূল নেতারা। বাস্তবে পঞ্চায়েত নির্বাচনের আগে উন্নয়নের এই বার্তা দিয়েই তৃণমূলের প্রচার শুরু হল বলে মনে করছে রাজনৈতিক মহল। বাঘমুণ্ডী এলাকায় এখনও সংগঠন তুলনামূলকভাবে দুর্বল তৃণমূলের। তৃণমূল ক্ষমতায় এলেই এলাকায় ব্যাপক উন্নয়ন করা হবে বলে এদিন জানান নেতৃত্ব। জেলা সাধারণ সম্পাদক নবেন্দু মাহালি বলেন, ‘প্রধান সিং মুড়ার স্বপ্ন বাস্তবায়িত করতে হবে। আমরা তাঁর গ্রাম পঞ্চায়েতেই ক্ষমতায় নেই। আগামী নির্বাচনে ওই পঞ্চায়েতে দখল করতেই হবে আমাদের। তাহলেই, শহীদের প্রতি যথার্থ সম্মান জানানো হবে।’ উল্লেখ্য ১৯৯৮ সালের ৯ ডিসেম্বর পুরুলিয়ার বাঘমুণ্ডীর বাড়েরিয়ায় দুষ্কৃতীদের হাতে খুন হন বাঘমুন্ডির গ্রামের বাসিন্দা এবং পঞ্চায়েতের নির্বাচিত সদস্য তৃণমূল যুব কংগ্রেসের স্থানীয় নেতা প্রধান সিং মুড়া। সেই সময় ফরওয়ার্ড ব্লকের দাপট যথেষ্ট ছিল গোটা বাঘমুন্ডিতে ছিল। পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পের কাজে যুক্ত শ্রমিকদের কাছ থেকে সেসময় ফরওয়ার্ড ব্লকের শ্রমিক সংগঠন তোলা আদায় করছিল বলে অভিযোগ ওঠে। এর বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলেছিলেন প্রধান। শ্রমিকদের তোলা না দেওয়ার জন্য বলে তাঁদের সংগঠিত করছিলেন তিনি। এসময়ই তাকে আলোচনার নাম করে ডাকা হয়। বাইক নিয়ে নিয়ে তিনি বাড়েরিয়া মোড় আসতেই তাকে ঘিরে ধরে বেশ কয়েকজন দুষ্কৃতী। প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনায় সরাসরি ফরওয়ার্ড ব্লকের নাম জড়ালেও অভিযোগ অস্বীকার করে তারা। পরবর্তী কালে এই মামলার বিচার হলেও সব অভিযুক্তরাই ছাড়া পেয়ে যায়। দোষীরা কেউ শাস্তি না পাওয়ার বিষয় টি তুলে শান্তিরাম মাহাতো বলেন, ‘আজকের দিনে প্রধান সিংকে যাঁরা নির্মমভাবে খুন করেছিল তাদের শাস্তির দাবি জানাচ্ছি। মামলার আইনগতভাবে লড়াইয়ের প্রস্তুতি নেবে দল।’
জেলা তৃণমূলের প্রথমসারির নেতৃত্বে
এবারও পালিত হল পুরুলিয়া জেলার তৃণমূলের প্রথম শহীদ প্রধান সিং মুড়ার ১৯ তম মৃত্যু বার্ষিকী। এবছর শহীদ সভার মঞ্চ থেকেই উন্নয়নের বার্তা দেন তৃণমূল নেতৃত্ব। শনিবার বাঘমুণ্ডীর বাড়েরিয়ায় এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি শান্তিরাম মাহাত, অনগ্রসর শ্রেণী কল্যাণ তফতরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু, পুরুলিয়ার সাংসদ মৃগাঙ্ক মাহাত, জেলা যুব সভাপতি সুশান্ত মাহাত, তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক নবেন্দু মাহালী সহ অনান্য নেতা নেত্রীরা। এবছর সাত বছরে পড়ল এই স্মরণ সভা। এই সভা থেকেই উন্নয়নের বার্তা দেন তৃণমূল নেতারা। বাস্তবে পঞ্চায়েত নির্বাচনের আগে উন্নয়নের এই বার্তা দিয়েই তৃণমূলের প্রচার শুরু হল বলে মনে করছে রাজনৈতিক মহল। বাঘমুণ্ডী এলাকায় এখনও সংগঠন তুলনামূলকভাবে দুর্বল তৃণমূলের। তৃণমূল ক্ষমতায় এলেই এলাকায় ব্যাপক উন্নয়ন করা হবে বলে এদিন জানান নেতৃত্ব। জেলা সাধারণ সম্পাদক নবেন্দু মাহালি বলেন, ‘প্রধান সিং মুড়ার স্বপ্ন বাস্তবায়িত করতে হবে। আমরা তাঁর গ্রাম পঞ্চায়েতেই ক্ষমতায় নেই। আগামী নির্বাচনে ওই পঞ্চায়েতে দখল করতেই হবে আমাদের। তাহলেই, শহীদের প্রতি যথার্থ সম্মান জানানো হবে।’ উল্লেখ্য ১৯৯৮ সালের ৯ ডিসেম্বর পুরুলিয়ার বাঘমুণ্ডীর বাড়েরিয়ায় দুষ্কৃতীদের হাতে খুন হন বাঘমুন্ডির গ্রামের বাসিন্দা এবং পঞ্চায়েতের নির্বাচিত সদস্য তৃণমূল যুব কংগ্রেসের স্থানীয় নেতা প্রধান সিং মুড়া। সেই সময় ফরওয়ার্ড ব্লকের দাপট যথেষ্ট ছিল গোটা বাঘমুন্ডিতে ছিল। পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পের কাজে যুক্ত শ্রমিকদের কাছ থেকে সেসময় ফরওয়ার্ড ব্লকের শ্রমিক সংগঠন তোলা আদায় করছিল বলে অভিযোগ ওঠে। এর বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলেছিলেন প্রধান। শ্রমিকদের তোলা না দেওয়ার জন্য বলে তাঁদের সংগঠিত করছিলেন তিনি। এসময়ই তাকে আলোচনার নাম করে ডাকা হয়। বাইক নিয়ে নিয়ে তিনি বাড়েরিয়া মোড় আসতেই তাকে ঘিরে ধরে বেশ কয়েকজন দুষ্কৃতী। প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনায় সরাসরি ফরওয়ার্ড ব্লকের নাম জড়ালেও অভিযোগ অস্বীকার করে তারা। পরবর্তী কালে এই মামলার বিচার হলেও সব অভিযুক্তরাই ছাড়া পেয়ে যায়। দোষীরা কেউ শাস্তি না পাওয়ার বিষয় টি তুলে শান্তিরাম মাহাতো বলেন, ‘আজকের দিনে প্রধান সিংকে যাঁরা নির্মমভাবে খুন করেছিল তাদের শাস্তির দাবি জানাচ্ছি। মামলার আইনগতভাবে লড়াইয়ের প্রস্তুতি নেবে দল।’
posted from Bloggeroid