শনিবার, ডিসেম্বর ১৬, ২০১৭

মালদায় উদ্ধার দশ নাবালিকা, ধৃত চার পাচারকারী

মানস দাস, মালদা



ছকটা ছিলো ভিনরাজ্যে পাচারের।তবে পুলিশের তৎপরতায় ভেস্তে গেলো সব।ট্রেনে করে ভিনরাজ্যে পাচারের ঠিক আগেই উদ্ধার দশ নাবালিকা।স্টেশনে যাওয়ার পথে নাবালিকাদের উদ্ধার করে মালদার ইংরেজবাজার থানার পুলিশ।ঘটনায় পাচারকারী সন্দেহে চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে , উদ্ধার হওয়া দশজন নাবালিকার বাড়ি বিহারের কিষানগঞ্জ এলাকায়।সকল নাবালিকার বয়স ৯-১২ মধ্যে।শনিবার সকাল এগারোটা নাগাদ মালদা শহরের সুকান্তমোর এলাকা দিয়ে টাউন স্টেশনের দিকে যাচ্ছিল একদল নাবালিকাদের নিয়ে চার ব্যক্তি।এই দেখেই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের।স্থানীয়রা পুলিশকে খবর দিলে ইংরেজবাজার থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান।পুলিশ নাবালিকা উদ্ধার করে সঙ্গে থাকা চার ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসেন।ধৃতদের মধ্যে মূল পান্ডার নাম মোহম্মদ নাকি আনোয়ার বলে জানা গেছে।ঘটনায় ধৃত মোহম্মদ আনোয়ার জানান,"তারা ওই নাবালিকাদের নিয়ে নাগপুর যাচ্ছিলেন মাদ্রাসা বিদ্যালয়ে পঠন পাঠনের জন্য।তার আগেই পুলিশ তাদের ধরে ফেলে।কিছু নাবালক রয়েছে তাদের পরবর্তীতে নিয়ে যাওয়া হবে।সাথে নাবালিকাদের পরিবারের সদস্যদের সম্মতি নিয়েই তারা নিয়ে যাচ্ছিলেন নাবালিকাদের বলে দাবি করেছে অভিযুক্ত আনোয়ার।এদিকে পুলিশ নাবালিকাদের থানায় রেখেছেন এবং জেলা চাইল্ড লাইনের সাথে যোগাযোগ করেছেন।তারপরই থানায় আসেন জেলা চাইল্ড লাইনের চেয়ারম্যান চৈতালি সরকার।তিনি জানান,"এই

নাবালিকাদের সাথে কথা বলা হচ্ছে সাথে তাদের হোমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।এই নাবালিকাদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হবে।তারপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER