মানস দাস, মালদা

বৌভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে কন্যাযাত্রী বোঝাই বলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ লরির সাথে।ঘটনাস্থলেই মৃত্যু চালকের।ঘটনায় আহত আট যাত্রী।তাদের মধ্যে কন্যার বাবা সহ চার জনের অবস্থা আশঙ্কাজনক।আহতরা সকলেরই চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।শুক্রবার রাতে পথ দুর্ঘটনাটি ঘটেছে, মালদার গাজোল থানার ৩৪ নং জাতীয় সড়কের ওপর আট মাইল এলাকায়।দেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম, বিনোদ কামতি(৪২)।কন্যাযাত্রী বোঝায় গাড়ির চালক ছিলেন তিনি।তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কানকি এলাকায়। এদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে কন্যার বাবা গোপাল মজুমদার(৪৫),সহ বাপি মজুমদার(২৫),অরুণ মজুমদার(৬৩),প্রদিপ মজুমদার(৩৫) নামক কন্যাযাত্রী। মোট আটজন ভর্তি রয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহতদের মধ্যে তিনজন মহিলাও রয়েছে।প্রত্যেকেই উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার কানকি এলাকার বাসিন্দা।আহতদের আত্মীয়রা জানান, গত বৃহস্পতিবার গোপাল মজুমদারের মেয়ের বিয়ে হয় হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকায়।সেই বিয়ের বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে কোণে পক্ষ শুক্রবার রাতে চারটি বলেরো গাড়িতে মোট ৩২ জন কন্যাযাত্রী আসেন।বৌভাতের অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন।সেইসময় রাত্রি প্রায় সাড়ে এগারোটা নাগাদ আটমাইল এলাকায় একটি লরির সামনে ধাক্কা মারে বলেরো গাড়িটি।গাড়িতে চালক সহ নয় জন ছিলেন।ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ি-চালকের। এরপর আহতদের স্থানীয়রা উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।তবে চিকিৎসকেরা আশঙ্কাজনক চারজনকে কোলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।ঘটনায় বিবাহের আনন্দ থেকে শোকাহত পরিবার।এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
বৌভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে কন্যাযাত্রী বোঝাই বলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ লরির সাথে।ঘটনাস্থলেই মৃত্যু চালকের।ঘটনায় আহত আট যাত্রী।তাদের মধ্যে কন্যার বাবা সহ চার জনের অবস্থা আশঙ্কাজনক।আহতরা সকলেরই চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।শুক্রবার রাতে পথ দুর্ঘটনাটি ঘটেছে, মালদার গাজোল থানার ৩৪ নং জাতীয় সড়কের ওপর আট মাইল এলাকায়।দেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম, বিনোদ কামতি(৪২)।কন্যাযাত্রী বোঝায় গাড়ির চালক ছিলেন তিনি।তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কানকি এলাকায়। এদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে কন্যার বাবা গোপাল মজুমদার(৪৫),সহ বাপি মজুমদার(২৫),অরুণ মজুমদার(৬৩),প্রদিপ মজুমদার(৩৫) নামক কন্যাযাত্রী। মোট আটজন ভর্তি রয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহতদের মধ্যে তিনজন মহিলাও রয়েছে।প্রত্যেকেই উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার কানকি এলাকার বাসিন্দা।আহতদের আত্মীয়রা জানান, গত বৃহস্পতিবার গোপাল মজুমদারের মেয়ের বিয়ে হয় হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকায়।সেই বিয়ের বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে কোণে পক্ষ শুক্রবার রাতে চারটি বলেরো গাড়িতে মোট ৩২ জন কন্যাযাত্রী আসেন।বৌভাতের অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন।সেইসময় রাত্রি প্রায় সাড়ে এগারোটা নাগাদ আটমাইল এলাকায় একটি লরির সামনে ধাক্কা মারে বলেরো গাড়িটি।গাড়িতে চালক সহ নয় জন ছিলেন।ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ি-চালকের। এরপর আহতদের স্থানীয়রা উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।তবে চিকিৎসকেরা আশঙ্কাজনক চারজনকে কোলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।ঘটনায় বিবাহের আনন্দ থেকে শোকাহত পরিবার।এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
posted from Bloggeroid