জাহাঙ্গীর বাদশা
শনিবার পশ্চিম মেদনীপুরের সবং এর মাটি থেকে মুকুল রায় কে ফের নির্বাচনে লড়ে জিতে দেখানোর চ্যালেঞ্জ করলেন অভিষেক ব্যানার্জি। আজ সবং এর
চাঁদকুড়ি মাঠে নির্বাচনী প্রচারে এসে এই চ্যালেঞ্জ করে যান তিনি।পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভা কেন্দ্রের নির্বাচন আগামী ২১ শে ডিসেম্বর। আর এই কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী মানস ভুইঞার স্ত্রী গীতা রানী ভুইঞা। আর এই তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে আজ সবং এ হাজির হন অভিষেক ব্যানার্জী ও পার্থ চ্যাটার্জি। চাঁদকুড়ি হাইস্কুল মাঠে প্রচার সভায় যোগ দেন তারা।
posted from Bloggeroid