শনিবার, ডিসেম্বর ১৬, ২০১৭

দিঘায় মাছ বিক্রি করে ফের লাখপতি জেলে

জাহাঙ্গীর বাদশা



আবার পূর্ব মেদনীপুরের দিঘায় ৩৭ কেজি ওজনের একটি তেলিয়া ভোলা (সংকর প্রজাতির) মাছ বিক্রি হল প্রায় সাত লাখ

টাকায়। এবারও এই মাছটি ধরেছেন মান্দারমণির জাকির হোসেন । সপ্তাহ তিনেক আগে এই ধরনের একটি ৪০ কেজির ভোলা বিক্রি করে জাকির পেয়ে ছিলেন ৮ লাখ টাকা । তার পর শনিবার আবার তাঁর জালে পড়ল এমন মাছ । এদিনের এই মাছটির ওজন ৩৭ কেজি হলেও নিয়ম মতো ৩৫ কেজি মাছের দরদাম হয় ।১৯হাজার করে মোট ৬ লক্ষ ৬৫হাজার টাকা দাম মিলেছে এদিনের মাছে । দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে নবকুমার পয়ড়্যার আড়তে বিশালাকারের ওই মাছটি বিক্রি হয়।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER