বৃহস্পতিবার, ডিসেম্বর ০৭, ২০১৭

জঙ্গী নাশকতা রুখতে কোলাঘাট থানার প্রচার

জাহাঙ্গীর বাদশা

সারাদেশে যেভাবে জঙ্গি আক্রমনের ঘটনা ঘটে চলেছে। তাতে আতংকিত প্রশাসন থেকে রাজ্যবাসী।রাজ্যের সাধারন মানুষকে সচেতন করতেই শহর কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও সাধারন মানুষকে সচেতন করার জন্য বিশেষ নির্দেশ রাজ্য প্রশাসনের। সেই নির্দেশ অনুসারে জেলায় প্রথম কোলাঘাট থানার উদ্যোগে জেলার ব্যস্ততম রেল স্টেশান মেচেদা, দেউলিয়া বাজার সহ কোলাঘাট থানা এলাকার বিভিন্ন এলাকায় মাইক দিয়ে প্রচার শুরু করেছে। প্রচারে সাধারন মানুষকে জানানো হচ্ছে - কোন অপরিচিত মানুষের কাজ থেকে কিছু নেবেন না, তাদের সাথে ভাব জমানোর চেস্টা করবেন না। সন্ধে হলেই স্থানীয় থানায় কিংবা ১০০ নম্বর ডায়াল করে জানান।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER