রাজকুমার দাস
রাজনীতির শিকার হয় ছাত্রদরদী স্কুলশিক্ষক ঋত্বিক বাবু।পঞ্চায়েত প্রধান তথা স্কুলের চেয়্যারম্যান অবিনাশ চৌধুরীর রোষে তাঁকে স্কুল ছাড়তে হয়।শিক্ষিত তিথি ভালোবেসে ফেলে সাহিল কে।জাতপাতের রাজনীতির জাল সাহিল ও জয়ীদেরকে প্রেমের বন্ধনে আবদ্ধ কতটা রাখতে পারে সে নিয়ে এগিয়েছে ছবির গল্প।নবাগত পরিচালক হিসেবে পরিচালক রঞ্জন চৌধুরী র এই ছবির ট্রেলর লঞ্চ হয়ে গেল গত বুধবার কলকাতার প্রিন্সটন ক্লাবে।শহীদ রাজ নিবেদিত এস.আর.এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিতে অভিনয় করেছেন সমদরশী দত্ত, সম্পা হাসলিন, শ্রীলা মজুমদার,শুভাশিস মুখার্জী,পারভেজ ও প্রীতি।ছবিটি আগামী বছর জানুয়ারি তে মুক্তি পেতে চলেছে।
posted from Bloggeroid