শনিবার, ডিসেম্বর ০২, ২০১৭

মালদায় উদ্ধার বিরল প্রজাতির ৪৮ টি কচ্ছপ


মানস দাস, মালদা

মালদা টাউন স্টেশন থেকে ৪৮টি কচ্ছপ উদ্ধার করল আরপিএফ ও সিআইবি। উদ্ধার হওয়া কচ্ছপগুলি সফট সেল গ্যাঞ্জেস প্রজাতির বলে জানা গিয়েছে। এদিন ভোরে দিল্লি থেকে আসা আনন্দ বিহার এক্সপ্রেসের সংরক্ষিত কামরা থেকে কচ্ছপগুলি উদ্ধার করা হয়েছে। তবে কচ্ছপ পাচারের দায়ে কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে জেলা বন দপ্তরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আরপিএফ।রেল সুরক্ষা বাহিনী সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে আরপিএফ-এর সাব ইন্সপেকটর জিতেন্দ্র সিং পারিহার নিজস্ব সূত্রে খবর পান, দিল্লি থেকে মালদাগামী আনন্দ বিহার এক্সপ্রেসের এস ৫ নম্বর সংরক্ষিত কামরায় কচ্ছপ পাচার করা হচ্ছে। কচ্ছপগুলি উত্তরপ্রদেশের কোনও জায়গা থেকে ট্রেনে চাপানো হয়েছে বলেও খবর পাওয়া যায়। এদিন ভোর সাড়ে ৫টায় ট্রেন মালদা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে উপস্থিত হলে এস আই সূর্যকুমার মাজি ও এ এস আই চিন্ময়কুমার মণ্ডলকে সঙ্গে নিয়ে নির্দিষ্ট ওই কামরায় হাজির হন জিতেন্দ্র সিং। ওই কামরাতেই একটি সিটের নীচ থেকে দুটি বস্তায় বন্দি করা রাখা কচ্ছপগুলিকে উদ্ধার করা হয়। তবে তদন্তের স্বার্থে কামরার সিট নম্বর এখনও জানাতে চায়নি আরপিএফ।আরপিএফ-এর তরফে জানানো হয়েছে, এদিন আনন্দ বিহার এক্সপ্রেসের এস ৫ নম্বর সংরক্ষিত কামরা থেকে দুটি বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তা

দুটি থেকে মোট ৪৮টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় কোনও পাচারকারীকে গ্রেফতার করা হয় যায়নি। আরপিএফ-এর ধারণা, এই কচ্ছপগুলিকে দক্ষিণ দিনাজপুরে পাচার করা হত। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER