মানস দাস, মালদা
যাত্রী বোঝাই ম্যাজিককে ধাক্কা বেপরোয়া লরির। আহত দশ, আশঙ্কাজনক দুই। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।ঘটনাটি

ঘটেছে, ইংরেজবাজার থানার সুস্থানি মোড় এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে,আশঙ্কাজনক অবস্থায় কাঞ্চন সরকার(৫০) এবং রাজেশ সেখ(২৮) চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেরে দেওয়া হয়। আহতরা জানিয়েছেন, মালদা শহর থেকে কালিয়াচক যাচ্ছিল যাত্রী বোঝাই টাটা ম্যাজিকটি। সুস্থানি মোড়ের কাছে হঠাৎ একটি লরি অভারটেক করতে গিয়ে ধাক্কা মারে যাত্রী বোঝাই টাটা ম্যাজিকটিকে। দুর্ঘটনার পর পালিয়ে যায় লরিটি। আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে স্থানীয় বাসিন্দারা। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
যাত্রী বোঝাই ম্যাজিককে ধাক্কা বেপরোয়া লরির। আহত দশ, আশঙ্কাজনক দুই। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।ঘটনাটি
ঘটেছে, ইংরেজবাজার থানার সুস্থানি মোড় এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে,আশঙ্কাজনক অবস্থায় কাঞ্চন সরকার(৫০) এবং রাজেশ সেখ(২৮) চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেরে দেওয়া হয়। আহতরা জানিয়েছেন, মালদা শহর থেকে কালিয়াচক যাচ্ছিল যাত্রী বোঝাই টাটা ম্যাজিকটি। সুস্থানি মোড়ের কাছে হঠাৎ একটি লরি অভারটেক করতে গিয়ে ধাক্কা মারে যাত্রী বোঝাই টাটা ম্যাজিকটিকে। দুর্ঘটনার পর পালিয়ে যায় লরিটি। আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে স্থানীয় বাসিন্দারা। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
posted from Bloggeroid