ব্যাসদেব চক্রবর্তী
পৃর্ব মেদিনিপুর জেলার খেজুরি মানসিংহবেড় বানীশ্রী বিদ্যানিকেতন

স্কুলের প্রায় ৭০ জন পড়ুয়া বোঝাই ট্যুরিস্ট বাসের সঙ্গে একটি পাথর বহনকারী লরির মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হল বাসের চালকের। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার মড়ার সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে। শুশুনিয়া মুকুটমনিপুর এবং পুরুলিয়ার অয়োধ্যার উদ্দেশ্যে রওনা হওয়া ওই বাসটিতে শিক্ষকরাও সামিল হয়েছিলেন। গুরুতর জখম হয়েছেন মোট ১১জন ছাত্র এবং ৭জন শিক্ষক। তাদের অাশংকাজনক অবস্থায় বাঁকুড়া সম্মিলনি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
পৃর্ব মেদিনিপুর জেলার খেজুরি মানসিংহবেড় বানীশ্রী বিদ্যানিকেতন
স্কুলের প্রায় ৭০ জন পড়ুয়া বোঝাই ট্যুরিস্ট বাসের সঙ্গে একটি পাথর বহনকারী লরির মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হল বাসের চালকের। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার মড়ার সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে। শুশুনিয়া মুকুটমনিপুর এবং পুরুলিয়ার অয়োধ্যার উদ্দেশ্যে রওনা হওয়া ওই বাসটিতে শিক্ষকরাও সামিল হয়েছিলেন। গুরুতর জখম হয়েছেন মোট ১১জন ছাত্র এবং ৭জন শিক্ষক। তাদের অাশংকাজনক অবস্থায় বাঁকুড়া সম্মিলনি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।