আজ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজস্থানে নিহত এই রাজ্যের যুবকের খুনের বিরুদ্ধে 'বর্ধমান সহযোদ্ধা'র উদ্যোগে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়।এদিনের মিছিলে সমাজের সর্বস্তরের প্রায় কয়েকশো মানুষ পা মেলান।মিছিলটি রাজবাড়ি থেকে শুরু হয়ে কার্জন গেটে শেষ হয়।সেখানে একটি পথসভার মাধ্যমে বক্তারা আজ দেশজুড়ে যে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়েছে,তার প্রতিবাদ করে,সেই সঙ্গে নিহত আফরাজুলের দোষীর মৃত্যুদন্ড দাবি করে।বর্ধমান সহযোদ্ধার সম্পাদক সোমনাথ ভট্টাচার্য বলেন, "আজ ধর্মীয় সন্ত্রাসবাদীর বিরুদ্ধে এই ধিক্কার মিছিল।এই দেশ কোন নির্দিস্ট জাতির নয়।মনীষীরা বার বার বলেছেন সর্বধর্ম সমন্বয়ের কথা--কিন্তু রাজনীতি আজ ধর্মকেন্দ্রিক হয়ে উঠেছে।এই প্রবণতা আটকাতে না পারলে ভয়ঙ্কর দিন আসবে,আমরা এর প্রতিবাদ করছ

আগামী দিনেও করবো।"
আগামী দিনেও করবো।"
posted from Bloggeroid