রবিবার, ডিসেম্বর ১০, ২০১৭

পুরুলিয়ায় অস্বাভাবিক মৃত্যু ২ যুবকের

নিজস্ব বার্তা, পুরুলিয়া

দুটি পৃথক ঘটনায় অস্বাভাবিক ভাবে মৃত্যু হল দুই যুবকের। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহী যুবকের । শনিবার রাতে ঘটনাটি ঘটে পুরুলিয়া জামসেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কে বলরামপুর থানা এলাকার আমরুহাসা ব্রিজের কাছে । পুলিশ সূত্রে জানাগেছে, মৃতের নাম ঠাকুরদাস পাতর (৩০) । তার বাড়ি ওই থানারই মালডি গ্রামে। এদিন রাতের দিকে বলরামপুর বাজার থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। সে সময় তেলের একটি ট্যাঙ্কার তাকে ধাক্কা দেয় । স্থানীয়রা উদ্ধার করে ওই যুবককে নিকটবর্তী বাঁশগড় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় । ঘাতক ট্যাঙ্কারটিকে পুলিশ আটক করেছে। অন্যদিকে মানসিক অবসাদের কারনে আত্মহত্যা করলো এক পঁচিশ বছরের যুবক । পুলিশ সূত্রে জানা গেছে পুরুলিয়ার জয়পুর থানার রহড়কচা গ্রামের ওই যুবকের নাম মনসারাম মাঝি (২৫) । শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে কিছুদুরের একটি ডুমুর গাছ থেকে তার গলায় গামছার ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করে জয়পুর থানার অধীনস্থ বাগলতা তদন্ত কেন্দ্রের পুলিশ। রবিবার দুটি দেহর

ই ময়না তদন্ত করা হয় পুরুলিয়া সদর হাসপাতালে।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER