বৃহস্পতিবার, ডিসেম্বর ০৭, ২০১৭

কাটোয়ায় মিড ডে মিল পরিষেবায় আরও গতি

পুলকেশ ভট্টাচার্য


বুধবার কাটোয়া ২ নম্বর ব্লকে হয়ে গেল মিড ডে মিল সংক্রান্ত এক সভা। সভাতে উপস্থিত ছিলেন এস,ডি,ও (কাটোয়া) সৌমেন পাল এবং বিডিও (কাটোয়া ২ নং) শিবাশীষ সরকার, মিড ডে মিল আধিকারিক (বর্ধমান) কৌশিক পাল এবং গৌতম দে মিড ডে মিল আধিকারিক (কাটোয়া ২ নং), পঞ্চায়েত সমিতির সভাপতি নরেশচন্দ্র মন্ডল । সভা পরিচালনা করেন গৌতম দে মহাশয় । এসডিও এবং বিডিও বক্তব্যে প্রকাশ পায় যে, শুধু মিড ডে মিল না সমস্ত দিকে উন্নয়ন। ব্লক ও বিদ্যালয়ের উদ্যোগে মিড ডে মিল গুণগত মানের উন্নয়ন করার জন্য বিভিন্ন প্রকল্প গুলি যেমন হাতধোয়া

পরিসূত্র পানীয় জল ইত্যাদি। গৌতম দে বলেন - আমাদের ব্লকে জেলার মধ্যে সর্বপ্রথম এলপিজি connection করেছি 121 টি স্কুলে । আমাদের কাটোয়া ২নং এর কোন স্কুলে কাঠ ঘুটে ব্যবহার করা হয় না। স্কুলগুলিকে পচনশীল ও অপচনশীল দ্রব্য রাখার জন্য দুটি ২রঙের বালতি প্রদান করা হলো যাতে এখানে ওখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা না পড়ে বাল তির মধ্যে ফেলা হয়। সাথে দেওয়া হয় সাবান হ্যান্ডওয়াস, বিলিচিং পাওডার ।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER