পুলকেশ ভট্টাচার্য
বুধবার কাটোয়া ২ নম্বর ব্লকে হয়ে গেল মিড ডে মিল সংক্রান্ত এক সভা। সভাতে উপস্থিত ছিলেন এস,ডি,ও (কাটোয়া) সৌমেন পাল এবং বিডিও (কাটোয়া ২ নং) শিবাশীষ সরকার, মিড ডে মিল আধিকারিক (বর্ধমান) কৌশিক পাল এবং গৌতম দে মিড ডে মিল আধিকারিক (কাটোয়া ২ নং), পঞ্চায়েত সমিতির সভাপতি নরেশচন্দ্র মন্ডল । সভা পরিচালনা করেন গৌতম দে মহাশয় । এসডিও এবং বিডিও বক্তব্যে প্রকাশ পায় যে, শুধু মিড ডে মিল না সমস্ত দিকে উন্নয়ন। ব্লক ও বিদ্যালয়ের উদ্যোগে মিড ডে মিল গুণগত মানের উন্নয়ন করার জন্য বিভিন্ন প্রকল্প গুলি যেমন হাতধোয়া

পরিসূত্র পানীয় জল ইত্যাদি। গৌতম দে বলেন - আমাদের ব্লকে জেলার মধ্যে সর্বপ্রথম এলপিজি connection করেছি 121 টি স্কুলে । আমাদের কাটোয়া ২নং এর কোন স্কুলে কাঠ ঘুটে ব্যবহার করা হয় না। স্কুলগুলিকে পচনশীল ও অপচনশীল দ্রব্য রাখার জন্য দুটি ২রঙের বালতি প্রদান করা হলো যাতে এখানে ওখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা না পড়ে বাল তির মধ্যে ফেলা হয়। সাথে দেওয়া হয় সাবান হ্যান্ডওয়াস, বিলিচিং পাওডার ।
বুধবার কাটোয়া ২ নম্বর ব্লকে হয়ে গেল মিড ডে মিল সংক্রান্ত এক সভা। সভাতে উপস্থিত ছিলেন এস,ডি,ও (কাটোয়া) সৌমেন পাল এবং বিডিও (কাটোয়া ২ নং) শিবাশীষ সরকার, মিড ডে মিল আধিকারিক (বর্ধমান) কৌশিক পাল এবং গৌতম দে মিড ডে মিল আধিকারিক (কাটোয়া ২ নং), পঞ্চায়েত সমিতির সভাপতি নরেশচন্দ্র মন্ডল । সভা পরিচালনা করেন গৌতম দে মহাশয় । এসডিও এবং বিডিও বক্তব্যে প্রকাশ পায় যে, শুধু মিড ডে মিল না সমস্ত দিকে উন্নয়ন। ব্লক ও বিদ্যালয়ের উদ্যোগে মিড ডে মিল গুণগত মানের উন্নয়ন করার জন্য বিভিন্ন প্রকল্প গুলি যেমন হাতধোয়া
পরিসূত্র পানীয় জল ইত্যাদি। গৌতম দে বলেন - আমাদের ব্লকে জেলার মধ্যে সর্বপ্রথম এলপিজি connection করেছি 121 টি স্কুলে । আমাদের কাটোয়া ২নং এর কোন স্কুলে কাঠ ঘুটে ব্যবহার করা হয় না। স্কুলগুলিকে পচনশীল ও অপচনশীল দ্রব্য রাখার জন্য দুটি ২রঙের বালতি প্রদান করা হলো যাতে এখানে ওখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা না পড়ে বাল তির মধ্যে ফেলা হয়। সাথে দেওয়া হয় সাবান হ্যান্ডওয়াস, বিলিচিং পাওডার ।
posted from Bloggeroid