বৃহস্পতিবার, ডিসেম্বর ০৭, ২০১৭

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি পুরুলিয়ায়

নিজস্ব বার্তা, পুরুলিয়া

আগামী বারো ডিসেম্বর পুরুলিয়ায় প্রশাসনিক সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার  তার প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করল পুরুলিয়া জেলা তৃণমূল। পুরুলিয়া শহরের

একটি হোটেলে এই সভাটি করা হয়।  উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তিরাম মাহাত, পুরুলিয়ার সাংসদ মৃগাঙ্ক মাহাত, অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু, তৃণমূলের সাধারণ সম্পাদক নবেন্দু মাহালী সহ অনান্য নেতারা।  তারা জানান - এগারো ডিসেম্বর রাত্রে পুরুলিয়াতেই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন তিনি প্রশাসনিক সভা করবেন জয়পুরের উপরবাতরি গ্রামের মাঠে। এখান থেকেই মুখ্যমন্ত্রী বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। তবে শেষ মুহূর্তে প্রশাসনিক কারণ কোন রদবদল হলে তা আলাদা কথা। এদিন তৃণমূলের অভ্যন্তরে মুখ্যমন্ত্রীর সামনে পঞ্চায়েত নির্বাচন নিয়ে কি রিপোর্ট দেওয়া হবে তা নিয়েও এক প্রস্থ আলোচনা করা হয়। জেলায় মহিলা তৃণমূলের সংগঠন নিয়ে নেত্রী প্রশ্ন করতে পারেন বলে অনেক নেতাই মনে করছেন। সেক্ষেত্রে মহিলা তৃণমূলের সংগঠনের কি অবস্থা তা নিয়েও সবিস্তার রিপোর্ট রাখা হবে বলেও মত প্রকাশ করা হয়। উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনে অর্ধেক আসনই সংরক্ষিত রয়েছে মহিলাদের জন্য। সম্প্রতি পুরুলিয়ায় পঞ্চায়েত নিয়ে একটি কর্মীসভায় মহিলাদের কম উপস্থিতি দেখে উষ্মা প্রকাশ করেন সাংসদ মানস ভুঁইয়া। মুখ্যমন্ত্রী সভায় ব্যাপক সংখ্যায় মহিলাদের উপস্থিত করে আপাতত নিজেদের স্বস্তির জায়গায় রাখতে চাইছে পুরুলিয়া জেলা তৃণমূল।

 

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER