মোহন সিং
ইস্কো কারখানার ব্লাস্ট ফার্নেসে ভয়াবহ বিস্ফোরন ঘটল। কারখানা সুত্রে জানা

গিয়েছে ব্লাস্ট ফার্নেসের ব্লিডার ভালভ ফেটে এই বিপত্তি।। ব্লাস্ট ফার্নেসের ১০৫ মিটার উঁচুতে এই ব্লিডার ভালভ থাকে। এই ব্লিডার ভালভ গ্যাসকে নিয়ন্ত্রন করে। গ্যাস বের করার জন্য এই ভালভ ব্যবহার করা হয়। আজ রাতে গ্যাস বের করার জন্য ব্লিডার ভালভ খুলতেই ভয়াবহ বিস্ফোরন ঘটে। বিরাট শব্দে এই বিস্ফোরণ হয়। গোটা বার্ণপুর শিল্পাঞ্চল কেঁপে ওঠে। আতঙ্কিত বাসিন্দারা বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। যদিও কোন হতাহত নেই। উপরের অংশে এই বিস্ফোরণ হওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি
ইস্কো কারখানার ব্লাস্ট ফার্নেসে ভয়াবহ বিস্ফোরন ঘটল। কারখানা সুত্রে জানা
গিয়েছে ব্লাস্ট ফার্নেসের ব্লিডার ভালভ ফেটে এই বিপত্তি।। ব্লাস্ট ফার্নেসের ১০৫ মিটার উঁচুতে এই ব্লিডার ভালভ থাকে। এই ব্লিডার ভালভ গ্যাসকে নিয়ন্ত্রন করে। গ্যাস বের করার জন্য এই ভালভ ব্যবহার করা হয়। আজ রাতে গ্যাস বের করার জন্য ব্লিডার ভালভ খুলতেই ভয়াবহ বিস্ফোরন ঘটে। বিরাট শব্দে এই বিস্ফোরণ হয়। গোটা বার্ণপুর শিল্পাঞ্চল কেঁপে ওঠে। আতঙ্কিত বাসিন্দারা বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। যদিও কোন হতাহত নেই। উপরের অংশে এই বিস্ফোরণ হওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি
posted from Bloggeroid