মোল্লা শফিকুল ইসলাম
পোড়খাওয়া সাংবাদিক তথা রাজ্যের পিছিয়ে পড়া মানুষদের সুখ দুঃখের কথা যার কলমে প্রধান উপজীব্য সেই সাংবাদিক তথা বর্তমানে রাজ্যসভার সাংসদ বর্তমানে 'দৈনিক কলম' পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান পূর্ব বর্ধমান থেকে প্রকাশিত পাক্ষিক পত্রিকা 'কৃষকসেতু' প্রকাশের কথা শুনে এবং দেখে খুশিতে আপ্লুত হয়ে মাটির গন্ধে বিভোর কৃষকদের তথা অবহেলিত জনগণের ব্যাথায় ব্যাথিত প্রতিচ্ছবি তুলে ধরার সংগ্রামরত 'কৃষক সেতু' পত্রিকার ভূয়সী প্রশংসা করেন ইমরান সাহেব।

পোড়খাওয়া সাংবাদিক তথা রাজ্যের পিছিয়ে পড়া মানুষদের সুখ দুঃখের কথা যার কলমে প্রধান উপজীব্য সেই সাংবাদিক তথা বর্তমানে রাজ্যসভার সাংসদ বর্তমানে 'দৈনিক কলম' পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান পূর্ব বর্ধমান থেকে প্রকাশিত পাক্ষিক পত্রিকা 'কৃষকসেতু' প্রকাশের কথা শুনে এবং দেখে খুশিতে আপ্লুত হয়ে মাটির গন্ধে বিভোর কৃষকদের তথা অবহেলিত জনগণের ব্যাথায় ব্যাথিত প্রতিচ্ছবি তুলে ধরার সংগ্রামরত 'কৃষক সেতু' পত্রিকার ভূয়সী প্রশংসা করেন ইমরান সাহেব।
posted from Bloggeroid