সন্দীপ সিংহ
শালবনী ব্লকের প্রত্যন্ত এলাকা পিড়াকাটা এলাকার মানুষজনের জন্য সাতপাটি গ্রাম পঞ্চায়েতের হাতে একটি টাটা সুমো এম্বুলেন্স প্রদান করলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক শ্রী মৃগেন্দ্রনাথ মাইতি মহাশয়। এই উপলক্ষ্যে একটি অনুষ্ঠান হয় পিড়াকাটা কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, বিডিও পুষ্পল সরকার, কর্মাধক্ষ্য জ্যোতিপ মাহাত, বিমল মাহাত, এবং বিশিষ্ট

সমাজসেবী বুলবুল হাজরা প্রমুখ,
এই অনুষ্ঠানে বিগত ৬ বছরে বিধায়কের উদ্যোগে এবং তহবিল থেকে শালবনী ব্লকের ৫ টি অঞ্চলে যে ৬২ টি প্রকল্প রূপায়িত হয়েছে তার সমস্ত তথ্যও প্রকাশ করা হয়।
শালবনী ব্লকের প্রত্যন্ত এলাকা পিড়াকাটা এলাকার মানুষজনের জন্য সাতপাটি গ্রাম পঞ্চায়েতের হাতে একটি টাটা সুমো এম্বুলেন্স প্রদান করলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক শ্রী মৃগেন্দ্রনাথ মাইতি মহাশয়। এই উপলক্ষ্যে একটি অনুষ্ঠান হয় পিড়াকাটা কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, বিডিও পুষ্পল সরকার, কর্মাধক্ষ্য জ্যোতিপ মাহাত, বিমল মাহাত, এবং বিশিষ্ট
সমাজসেবী বুলবুল হাজরা প্রমুখ,
এই অনুষ্ঠানে বিগত ৬ বছরে বিধায়কের উদ্যোগে এবং তহবিল থেকে শালবনী ব্লকের ৫ টি অঞ্চলে যে ৬২ টি প্রকল্প রূপায়িত হয়েছে তার সমস্ত তথ্যও প্রকাশ করা হয়।
posted from Bloggeroid