মোল্লা জসিমউদ্দিন
বুধবার দুপুরে মঙ্গলকোট ব্লক অফিসের পশুপালন দপ্তরে তিনশোর বেশি স্বনির্ভর গ্রুপের মহিলাদের মুরগির বাচ্ছা বিলি করা হল।ব্লক পশু পালন আধিকারিক ড: দেবাশীষ জানা, প্রাণী আধিকারিক ডা: ছোটন ঘোষ, ডা: প্রনয় দাস প্রমুখ ছিলেন এই বিলি পর্বে।
posted from Bloggeroid