মোল্লা জসিমউদ্দিন
বাম জামানায় পুলিশের একাংশ 'কমরেড' তকমা নিয়ে বিভিন্ন সিন্ডিকেট গড়ে কয়েকশো কোটি টাকা তোলাবাজি করে 'আলালের ঘরে দুলাল' সেজে কোটিপতি হয়েছিল।আবার তৃনমূল আমলে 'দাদা - দিদি'দের ভাইরা থানায় ঢুকে পুলিশ কে টেবিলের তলায় ফাইল নিয়ে ভীতসন্তস্ত করে জনমানসে পুলিশ সম্পকে অসহায়তার করুণ চিত্র এনেছে।এখনও পুলিশের একাংশ তাদের ভাবমূর্তি উদ্ধারে কাজ করে চলেছেন।ঠিক এইরকম পরিস্থিতিতে এক পুলিশ অফিসার পুলিশ লকয়াপের সামনে 'টুকুর টুকুর দেখতে হো ক্যায়া' মস্তি ড্যান্স করে বাংলা তোলপাড় করে দিয়েছেন।কীর্তিমান ওই পুলিশ অফিসারের নাম কৃস্ন সাধন মন্ডল।এএসআই পদে কর্মরত আসানসোল পুলিশ কমিশনারেটের চিত্তরঞ্জন থানায়।ওই ড্যান্স টি তিনি দুই মহিলা কর্মীর সামনে হীরাপুর থানার লকয়াপে দিয়েছিলেন।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সুত্রে জানা গেছে - অভিযুক্ত পুলিশ অফিসার কে ক্লোজ করা হতে পারে, সেইসাথে বিভাগীয় তদন্ত হবে।এ ব্যাপারে আসানসোল সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন - "

দিদির পুলিশ ফাইল নিয়ে টেবিলের তলায় লুকাতেও পারে, আবার ডিস্কো ড্যান্সার সেজে নাচ দেখাতেও পারে"
বাম জামানায় পুলিশের একাংশ 'কমরেড' তকমা নিয়ে বিভিন্ন সিন্ডিকেট গড়ে কয়েকশো কোটি টাকা তোলাবাজি করে 'আলালের ঘরে দুলাল' সেজে কোটিপতি হয়েছিল।আবার তৃনমূল আমলে 'দাদা - দিদি'দের ভাইরা থানায় ঢুকে পুলিশ কে টেবিলের তলায় ফাইল নিয়ে ভীতসন্তস্ত করে জনমানসে পুলিশ সম্পকে অসহায়তার করুণ চিত্র এনেছে।এখনও পুলিশের একাংশ তাদের ভাবমূর্তি উদ্ধারে কাজ করে চলেছেন।ঠিক এইরকম পরিস্থিতিতে এক পুলিশ অফিসার পুলিশ লকয়াপের সামনে 'টুকুর টুকুর দেখতে হো ক্যায়া' মস্তি ড্যান্স করে বাংলা তোলপাড় করে দিয়েছেন।কীর্তিমান ওই পুলিশ অফিসারের নাম কৃস্ন সাধন মন্ডল।এএসআই পদে কর্মরত আসানসোল পুলিশ কমিশনারেটের চিত্তরঞ্জন থানায়।ওই ড্যান্স টি তিনি দুই মহিলা কর্মীর সামনে হীরাপুর থানার লকয়াপে দিয়েছিলেন।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সুত্রে জানা গেছে - অভিযুক্ত পুলিশ অফিসার কে ক্লোজ করা হতে পারে, সেইসাথে বিভাগীয় তদন্ত হবে।এ ব্যাপারে আসানসোল সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন - "
দিদির পুলিশ ফাইল নিয়ে টেবিলের তলায় লুকাতেও পারে, আবার ডিস্কো ড্যান্সার সেজে নাচ দেখাতেও পারে"
posted from Bloggeroid