সাধন মন্ডল
বাঁকুড়া জেলা সর্বশিক্ষা মিশনের উদ্যোগে তালডাংরা চক্র সম্পদ কেন্দ্রের পরিচালনায় বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে একটি পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় বিশেষ চাহিদা
সম্পন্ন শিশু ছাড়াও শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকারা অংশগ্রহন করেন। পরে একটি আলোচনা সভা হয় চক্র সম্পদ কেন্দ্রে। সভায় বক্তব্য রাখেন সহকারী বিদ্যালয় পরিদর্শক চিত্তরঞ্জন রথ, এস.আই নন্দিতা সিং, এস.আই বাসুদেব মন্ডল ও তালডাংরা থানার ও.সি. শুভাষিস হালদার, বিশিষ্ট শিক্ষক তীর্থ মিদ্যা প্রমুখ।
posted from Bloggeroid