শুক্রবার, ডিসেম্বর ০৮, ২০১৭

অলবেঙ্গল ওপেন চেস টুর্নামেন্ট হচ্ছে বাঘাযতীনে


রাজকুমার দাস


আগামী ২২ থেকে ২৫শে ডিসেম্বর কলকাতার বাঘাযতীন এলাকায় 'কলতান'তে -অল বেঙ্গল ওপেন চেস টুর্নামেন্ট - অনুষ্ঠিত হতে চলেছে।থাকছে

রাজ্যের প্রতিটি জেলার জন্য আলাদা পুরস্কার।৪ তে ক্যাটাগরিতে খেলা হবে।আন্ডার ৭, ৯, ১১ ও ১৩ তে খেলা অনুষ্ঠিত হবে বলে জানান সংস্থার সেক্রেটারি অতনু লাহিড়ী।সভাপতি শ্রী অমর রায় জানান - এই ধরনের কাজ করতে পেরে তারা গর্বিত।নতুন ছেলে মেয়েদের দাবাড়ু তৈরি করা,আগ্রহ বাড়িয়ে তোলা তাদের প্রয়াস কে এগিয়ে নিয়ে নিয়ে যাবে।এক লাখ ৫০হাজার টাকা মোট পুরস্কার মূল্য।১৮৬ জন কে মোট পুরস্কার ভাগ করে দেয়া হবে বলে জানান ৬৪ স্কোয়ার অর্গানাইজার এর পক্ষে সম্পাদক শ্রী বিশ্বনাথ ব্যানার্জী।প্রায় ২৫০ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করতে পারেন বলে জানান সংস্থার পক্ষে শ্রী এস.কে.লাখটিয়া, শ্রী মৃনাল ঘোষ,শ্রী সুব্রত সরকার প্রমুখ।চ্যাম্পিয়ন্স ট্রফি ও শংসাপত্রর পাশাপাশি ১২ হাজার টাকা ক্যাশ প্রাইজ থাকছে।বাংলার বুকে এমন সুন্দর একটি খেলা যে আগামী দিনে আরো উজ্জ্বল ভাবে এগিয়ে যাবে তা বলায় যায়।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER