সেখ সামসুদ্দিন
ইন্সটিটিউশনাল পন্ড প্রকল্পে মেমারি ১ ব্লকের পঞ্চায়েত সমিতির পুকুরে ৩০ কেজি চারা মাছের পোনা ছাড়া হয়। ফিসারী অ্যাসিস্ট্যান্ট সঙ্গীতা ঘোষ জানান - এখানে ছাড়াও বাগিলাষএগ্রি
সীড ফার্মে ১২৫ কেজি, দলুইবাজার ২ এর শিক্ষা নিকেতনের পুকুরে ৩০ কেজি এবং দলুইবাজার ২ এর শ্মশান পুকুরে ১৫ কেজি মোট ২০০ কেজি মাছ ছাড়া হচ্ছে। উপস্থিত ছিলেন মেমারি ১ জয়েন্ট বিডিও উজ্জ্বল সর্দার, এফইও সোমদত্তা দাসগুপ্ত সহ আধিকারিকবৃন্দ।
posted from Bloggeroid