সেখ সামসুদ্দিন
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের বিশেষ ট্যাবলো সহযোগে খাদ্যসাথী প্রকল্পের প্রচারে লোকশিল্পীরা। এদিন মেমারি ১ ব্লকের পুরসভা সহ সকল গ্রাম পঞ্চায়েত এলাকায় ট্যবলো যায়। এদিন ট্যাবলোতে প্রচার অভিযানে অংশ নেন পশ্চিমবঙ্গ সরকারের নথিভুক্ত লোকশিল্পী দীপালী রায়, অরুণকান্তি পাল, দেবু ক্ষেত্রপাল ও সুপ্রভাত ঘোষ । এই প্রচারে কৃষকদের বার্তা দেওয়া হয় ব্লকের কিষাণ মান্ডিতে কৃষক প্রতি ৯০ কুইন্টাল ধান ক্রয় করা হবে। কুইন্টাল প্রতি ২০ টাকা করে উৎসাহ মূল্য দেওয়া হবে। টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। কৃষককে দুই কপি সহ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তে সচিত্র পরিচয়
পত্র নিয়ে নাম নথিভুক্ত করে কার্ড নিতে হবে।
posted from Bloggeroid