সেখ সামসুদ্দিন
পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লকে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মুরগীর বাচ্চা বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিএলডিও ডা. মনোতোষ মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত মুদি,
কর্মাধ্যক্ষ রেনুকা মহন্ত, সেখ মোয়াজ্জেম, প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন মেমারি ১ ব্লকের গন্তার ২, নিমো ১, বাগিলা দলুইবাজার ২ গ্রাম পঞ্চায়েতের ৩৫০ জন বেনিফিসিয়ারীর হাতে ১০টি করে মুরগীর বাচ্চা দেওয়া হচ্ছে বলে জানান ডা. মনোতোষ মন্ডল । তিনি আরও জানান ৩৫০০ মুরগীর বাচ্চার সঙ্গে ট্রেনিং কিড সহ মেডিসিন এবং এফওয়ান ভ্যাকসিন দিয়ে দেওয়া হচ্ছে।
posted from Bloggeroid