বৃহস্পতিবার, ডিসেম্বর ০৭, ২০১৭

মেমারি কলেজে বাৎসারিক সাংস্কৃতিক সম্মেলন

সেখ সামসুদ্দিন

মেমারি কলেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে । পরে দুটি সাদা পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক সূচনা করেন মেমারি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, পঞ্চায়েত সমিতির সহ

সভাপতি তথা মেমারি কলেজের গভঃ বডির প্রেসিডেন্ট মধুসূদন ভট্টাচার্য । উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেখ মোয়াজ্জেম, ব্লক যুব কার্যকরী সভাপতি সন্দীপ প্রামাণিক, কলেজের অধ্যক্ষ ড. দেবাশিষ চক্রবর্তী সহ সকল অধ্যাপক ও কর্মীবৃন্দ। উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন কলেজের ছাত্রী রিমা সিকদার। এরপর কলেজের বিভাগীয় স্টল পরিদর্শন করেন অতিথি ও বিচারকমন্ডলী । সাংস্কৃতিক অনুষ্ঠানে ঝাড়খন্ড থেকে প্রসাদ কুমার মুরমুর আদিবাসী ব্যান্ড, কলকাতার তন্ময় সাধকের বাংলা ব্যান্ড ও ডিজে পরিবেশিত হয়।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER