নীলাদ্রি ঘোষ
বারাবনী বিধানসভা এলাকায় পঞ্চায়েতীরাজ সন্মেলন আয়োজিত হল গত বৃহস্পতিবার l স্থানীয় লালগঞ্জ হাটতলা ময়দানে এই সন্মেলনে প্রধানবক্তা ছিলেন রাজ্যের যুব ও ক্রীড়া

দপ্তরের মন্ত্রী অরুপ বিশ্বাস l অরুপ বাবু বারাবনির ইতিহাসকে স্মরন করে সন্মেলনে উপস্থিত তৃনমুল কংগ্রেস কর্মীদের জাতি ধর্ম বর্ণ এর বিভেদ ভুলে সকলে মিলে কাজ করার আহ্বান জানান l তিনি বলেন - বাংলার মাটিতে ধর্মের নামে হিংসা, মানুষের মধ্যে হানাহানি প্রশাসন কখনই বরদাস্ত করবেনা l বাংলার মানুয সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে জানে l সন্মেলনে উপস্তিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি , স্থানীয় বারাবনী বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায় , আসানসোল , কুলটি , পান্ডবেশ্বরের বিধায়ক তাপস ব্যানার্জী , উজ্বল চ্যাটার্জী , জিতেন্দ্র তেওয়ারি ও স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল মজুমদার প্রমুখ তৃনমুলের নেতৃত্ব l
বারাবনী বিধানসভা এলাকায় পঞ্চায়েতীরাজ সন্মেলন আয়োজিত হল গত বৃহস্পতিবার l স্থানীয় লালগঞ্জ হাটতলা ময়দানে এই সন্মেলনে প্রধানবক্তা ছিলেন রাজ্যের যুব ও ক্রীড়া
দপ্তরের মন্ত্রী অরুপ বিশ্বাস l অরুপ বাবু বারাবনির ইতিহাসকে স্মরন করে সন্মেলনে উপস্থিত তৃনমুল কংগ্রেস কর্মীদের জাতি ধর্ম বর্ণ এর বিভেদ ভুলে সকলে মিলে কাজ করার আহ্বান জানান l তিনি বলেন - বাংলার মাটিতে ধর্মের নামে হিংসা, মানুষের মধ্যে হানাহানি প্রশাসন কখনই বরদাস্ত করবেনা l বাংলার মানুয সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে জানে l সন্মেলনে উপস্তিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি , স্থানীয় বারাবনী বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায় , আসানসোল , কুলটি , পান্ডবেশ্বরের বিধায়ক তাপস ব্যানার্জী , উজ্বল চ্যাটার্জী , জিতেন্দ্র তেওয়ারি ও স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল মজুমদার প্রমুখ তৃনমুলের নেতৃত্ব l
posted from Bloggeroid