কাটোয়ার এক জনৈক সাংবাদিক যে নিজেকে সেন্ট্রাল আইবি, মহকুমাশাসকের উপদেস্টা দাবি করে নানা অসত কান্ড চালাচ্ছেন।এই সাংবাদিক আবার শহরের আরেক সাংবাদিককের কাছে তাদের মিডিয়া অপব্যবহার করার জন্য প্রহৃত হয়েছিল। এইবিধ অভিযোগে কেন্দ্রীয় গোয়েন্দা অফিসার, মহকুমাশাসক, সহ অন্যান্যরা কি জানালেন? তা জানতে নজর রাখুন

posted from Bloggeroid