মানস দাস, মালদা
গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার আইসি পূর্ণেন্দু কুন্ডুর নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ রবিবার রাতে মালদা শহরের বাঁধ রোডের শুভঙ্কর শিশু উদ্যানের সামনে দুই কুখ্যাত বাইক
পাচারকারীকে গ্রেফতার করে।সোমবার ধৃতদের জেলা আদালতে পেশ করেছে পুলিশ।ধৃতরা হলেন,মোহম্মদ ফারিদ শেখ (২৪) মোথাবাড়ি থানার অচিনটোলার হলদিবাড়ি গ্রামের বাসিন্দা ও সফিকুল ইসলাম (২৭) কালিয়াচক থানার সিলামপুরের বাসিন্দা।পুলিশ একটি চুরির মোটর বাইক,১টি পাইপগান,২ রাউন্ড কার্তুজ,এছাড়াও চাকু,স্ক্রু, ড্রাইভার,ও তার কাটার প্লাস উদ্ধার হয়।প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে,ধৃতরা দীর্ঘদিন ধরেই বাইক পাচার চক্রের সঙ্গে যুক্ত।মালদা শহরের বিভিন্ন বাইক চুরির মতো ঘটনার সঙ্গে এই দুই ধৃত জড়িত বলেই মনে করছে পুলিশ।
posted from Bloggeroid