বৃহস্পতিবার রাত পৌনে এগারোটা নাগাদ সদর মঙ্গলকোট গ্রামে বোমাবাজি শুরু হল।থানার এককিমির মধ্যে থাকা এহেন বোমাবাজি নিয়ে পুলিশি ভুমিকায় প্রশ্ন উঠেছে।অভিযোগ ব্লক তৃনমূল সভাপতি অপূর্ব চৌধুরীর অনুগামীরা এই বোমাবাজিতে যুক্ত।যদিও অভিযোগ অস্বীকার করেছে তারা।

posted from Bloggeroid