জাহাঙ্গীর বাদশা
আবার দিঘায় বিকট শব্দ হল।আর সেই শব্দ শুনে সমুদ্রে স্নানরত পর্যটকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার দুপুরে। মুহুর্তের মধ্যে সমুদ্র থেকে উঠে আসে পর্যটকরা। সমুদ্র ভূমিতে ছোটাছুটি শুরু করে দেয় পর্যটকরা। ঘটনাস্থলে পৌঁছায় দিঘা থানার পুলিশ। ঘটনার উৎসস্থল বা কিসের শব্দ জানার তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।
posted from Bloggeroid