রবিবার বিকেল ৩ টে সময় মঙ্গলকোট থানা সংলগ্ন লালডাঙ্গা মাঠে বিশাল জনসভা করতে চলেছেন অনুব্রত মন্ডল ওরফে কেস্টদা।সেইমত সীমান্তবর্তী বীরভূমের নানুর, আউশগ্রাম, ভাতার, কেতুগ্রাম, কাটোয়া থানা এলাকা থেকে শয়ে শয়ে দলীয় কর্মী সমর্থকরা আসছেন।এই পরিস্থিতিতে দুপুর ১২ টা থেকে মঙ্গলকোটের প্রায় জায়গায় লোডসেডিং শুরু হয়েছে।বিশেষ সুত্রে জানা গেছে এটা চলবে বিকেল ৪ টে পর্যন্ত।দাবি ধান ঝাড়াই করতে ব্যস্ত চাষী সহ ক্ষেতমজুর যাতে এই জনসভায় ভীড় বাড়ায়।সেজন্য এই লোডসেডিং? এই প্রশ্ন মঙ্গলকোটে উঠতে শুরু করেছে।

posted from Bloggeroid