সুরজ প্রসাদ
বর্ধমানের রথতলায় শুরু হল দুদিন ব্যাপি ৪০তম 'থ্রোবল' প্রতিযোগীতা। এই খেলায় অংশগ্রহন করেছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ১৮টি দল। থ্রো - ভূদেব মুখ্যার্জী বলেন, এই খেলা এত জনপ্রিয়তা
এখন পায়নি। তাই বিভিন্ন জায়গায় প্রতিযোগীতার আয়োজন করা হচ্ছে। এই খেলার উদ্বোধনে হাজির ছিলেন পূর্ব বর্ধমানের সভাধিপতি দেবু টুডু, বর্ধমান দক্ষিনের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, আয়োজক খোকন দাস সহ অন্যান্যরা।
posted from Bloggeroid