শুভেন্দু তন্তুবায়
বাঁকুড়ার ইন্দাসে 'উত্তরণ' -এর শুভ সূচনা করলেন ইন্দাস ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুচেতনা দাস। বৃহস্পতিবার ইন্দাস ব্লক কৃষি মেলার শেষ দি
নে অনুষ্ঠিত হল 'উত্তরণের'কর্মযজ্ঞ। এদিনের অনুষ্ঠানে এলাকার ৩২ জন কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়,সাথে এক কালীন ২৪০০টাকা। দুরারোগ্য থ্যালাসেমিয়া আক্রান্ত ৭ জন রোগীকে এককালীন ৪০০০ হাজার টাকা করে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি ফরিদা খাতুন,সহ সভাপতি সুকুমার রায়,ব্লক কৃষি আধিকারিক লক্ষন হেমব্রম, বিষ্ণুপুর সহ কৃষি আধিকারিক রতন মুর্মু, প্রানী সম্পদ আধিকারিক অশোক মন্ডল প্রমুখ ।
posted from Bloggeroid