রাজকুমার দাস
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল সম্প্রতি এক প্রেস কনফারেন্স করে সর্বভারতীয় সভাপতি শ্রী নরেশ আগারওয়াল জানান - এই বছর ৪৫তম 'ISAAME FORUM' কলকাতায় আগামী ১৬-থেকে ১৯ শে

ডিসেম্বর সন্মেলন অনুষ্ঠিত হতে চলেছে।এতে রবিশঙ্কর,মেরি কম, সিস্টার শিবানী,অভিনব বিন্দরা, প্রমুখ উপস্থিত থাকবেন।লায়ন্স ক্লাবের বহু সদস্য সচিব এতে উপস্থিত থাকবেন।শিক্ষা,সমাজভাবনা,স্বনির্ভর প্রকল্প,সব কিছুই মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে উক্ত ক্লাব।আগামীতে আরো অনেক কিছু করার চেষ্টা তে তাদের এই উদ্যোগ।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল সম্প্রতি এক প্রেস কনফারেন্স করে সর্বভারতীয় সভাপতি শ্রী নরেশ আগারওয়াল জানান - এই বছর ৪৫তম 'ISAAME FORUM' কলকাতায় আগামী ১৬-থেকে ১৯ শে
ডিসেম্বর সন্মেলন অনুষ্ঠিত হতে চলেছে।এতে রবিশঙ্কর,মেরি কম, সিস্টার শিবানী,অভিনব বিন্দরা, প্রমুখ উপস্থিত থাকবেন।লায়ন্স ক্লাবের বহু সদস্য সচিব এতে উপস্থিত থাকবেন।শিক্ষা,সমাজভাবনা,স্বনির্ভর প্রকল্প,সব কিছুই মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে উক্ত ক্লাব।আগামীতে আরো অনেক কিছু করার চেষ্টা তে তাদের এই উদ্যোগ।
posted from Bloggeroid